• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা ভাইরাস যুদ্ধে বাংলাদেশ নৌপুলিশের উদ্যোগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ নৌপুলিশ বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং গুলশান-বাড্ডা লিংক রোডসহ হাতিরঝিল এলাকায় সকাল ও বিকেল চলাচলরত গাড়িতে দুই ঘণ্টা জীবাণুনাশক স্প্রে করেছে।

 

নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ও জনসাধারণের সার্বিক নিরাপত্তার জন্য সেনিটাইজার (জীবাণুনাশক) স্প্রে করা হয়। 

 

এছাড়া নৌপুলিশের ডিআইজি আতিকুল ইসলামের উপস্থিতিতে ২ হাজার সদস্য ও তাদের পরিবারকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক সাবান, ডেটল, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাংগানেট, ব্লিচিং পাউডার ও মাস্ক বিতরণ করা হয়। নৌপুলিশ সদরদফতর ও ৮টি অঞ্চল অফিসসহ সব নৌপুলিশ স্টেশনকে এসব সরঞ্জাম দেয়া হয়েছে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল