• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা ভাইরাস মোকাবিলায় জনগণের পাশে থাকুন: চীফ হুইপ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক সংসদ সদস্যকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

 

সোমবার এক বার্তায় চীফ হুইপ এ আহ্বান জানান।

 

তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ফলে তা মোকাবিলায় হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো। এ ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নিতে পারে। তাই, করোনা ছড়ানোর আগেই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

 

নূর-ই-আলম চৌধুরী বলেন, এরইমধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। তার সময়োপযোগী বক্তব্যে জনগণ বেশ সচেতন হয়েছেন। এক্ষেত্রে, প্রত্যেক এমপি জনগণের পাশে থেকে করোনা সঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

 

উল্লেখ্য, চীনের পর ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চৌত্রিশ হাজার মানুষ মারা গেছেন। সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে, যদিও ১ লাখ ৫১ হাজার ৮২৪ জন সুস্থ হয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল