• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল পুলিশের সচেতনমূলক প্রচারণা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

করোনা ভাইরাস প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন। ইতিমধ্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিশুদের নিয়ে সচেতনামূলক প্রচারণা শুরু করেছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে সদর উপজেলার বেল টিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমূলক প্রচারণা করেন এই পুলিশ কর্মকর্তা। তার এমন সচেতনমূলক প্রচারণা অব্যাহত থাকবেন বলেও জানান।


 
মো. মোশারফ হোসেন বলেন, আজকের শিশু আগামী দিনে জাতিকে পরিচালনা করবে। সেক্ষেত্রে শিশুদের সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। শিশুরা সুরক্ষিত থাকলে পুরো জাতি সুরক্ষিত থাকবে। এছাড়াও শিশুদের মাধ্যমেই তাদের পরিবারদেরকেও সচেতন করা সম্ভব। এজন্য প্রথমে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বেছে নিয়েছেন।

সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন আরও বলেন, স্কুলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের আতস্ক বিরাজ করছে। সেই আতঙ্ক দূর করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভা করছি। এতে করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবককের আতঙ্ক দূর হচ্ছে। করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, করোনা ভাইরাসের লক্ষণ ও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল