• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা নিয়ে ডা. আব্দুন নূর তুষার দিলেন গুরুত্বপূর্ণ তথ্য

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

নোভেল করোনা ভাইরাস নিয়ে কিছু মানুষ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে মিথ্যা ছড়াচ্ছেন তাতে সাধারণ মানুষ হচ্ছেন আতঙ্কিত। এ সব নিয়ে এক ভিডিও বার্তায় গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিয়েছেন ডা. আব্দুন নূর তুষার। যা আমাদের সবার জানা উচিত।

 

তিনি প্রথমেই বলেন, ইউনিসেফের বরাত দিয়ে এক পোস্ট ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে খুব মজার মজার কথা বলা হচ্ছে। সেই কথাগুলো বলবো প্রথমে।

 

সেখানে বলা হয়েছে- করোনাভাইরাস খালি চোখে দেখা যায় না, এটা বেশ বড় তারপরও খালি চোখে দেখা যায় না।  ভাই কোনো ভাইরাসই খালি চোখে দেখা যায় না। শুধু করোনাভাইরাসই নয় কোনো ভাইরাসই খালি চোখে দেখা যায় না। 

 

তাই বলছি করোনাভাইরাস বড় এটা খালি চোখে দেখা যায় না এটা হাস্যকর কথা।

 

দ্বিতীয়ত বলা হয়েছে বাজারের মাস্ক সহজেই এ ভাইরাস প্রতিহত করতে পারে, কারণ এ ভাইরাস অনেক বড়। বাজারের সব মাস্ক করোনাভাইরাস প্রতিহত করতে পারে না। এ ভাইরাস প্রতিহত করার জন্য আলাদা এক ধরনের মাস্ক আছে। যার ওড হচ্ছে ৯৫। যার জীবাণু এই ওড ৯৫ দিয়ে আটকে রাখা যাবে। কিন্তু সেটি দিয়ে যে করোনাভাইরাস প্রতিহত করা করা যাবে তার কোনো সুনিশ্চিত তথ্য উল্লেখ নেই কোথাও। তবে মাস্ক ব্যবহারের যে এই ভাইরাস ছড়াবে না তার কোনো নিশ্চিয়তা কেউ দিচ্ছে না।

 

তারপর বলা হচ্ছে করোনাভাইরাসের জীবাণু বাতাসে থাকে না, মাটিতে পড়ে, মাটির মধ্যে থাকে। কিন্তু না এসব মিথ্যা কথা। যখন সর্দি-কাশি হয়, এর জীবাণু বাইরে বের হয়ে পড়ে যেমন- রেলিং,গায়ে, হাতে, পরক্ষণেই সেই হাত আবার নাখে মুখে ঘষেন তাহলেই এ ভাইরাস ছড়াতে পারে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল