• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা থেকে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে একলাখেরও বেশি মানুষ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

বিশ্বের অধিকাংশ দেশেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রতিনিয়তই বাড়ছে এ ভাইরাসে প্রাণ হারানো ও আক্রান্ত মানুষের সংখ্যা। তবে এ আতঙ্কের মধ্যেই আশার আলো হয়ে এসেছে আরেক খবর। আর তা হলো, মহামারি এই ভাইরাস থেকে বিশ্বজুড়ে এক লাখেরও বেশি মানুষ সেরে উঠেছেন। যাদের অধিকাংশই এরই মধ্যে ফিরে গেছেন নিজ বাড়িতে।

 

পরিসংখ্যানমূলক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যসূত্রে এ খবর জানা গেছে। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী করোনা থেকে বিশ্বজুড়ে সেরে ওঠা মোট মানুষের সংখ্যা এক লাখ ৬০৬ জন। যার মধ্যে অধিকাংশ চীনের বাসিন্দা।

 

চীনে এখন পর্যন্ত ৭২ হাজার মানুষ করোনাকে পরাজিত করেছে। সেরে ওঠার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটিতে এখন পর্যন্ত ৮ হাজার ৩৭৬ জন লোক করোনা থেকে সুস্থ হয়েছেন। আর তালিকার তৃতীয়তে থাকা ইতালিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ২৪ জন।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনায় বিশ্ব বাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতেও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল