• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কবিতা: “আমার কলম” - মোঃ ফরিদুল ইসলাম ফরিদ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

চলছে চলবেই বলছি বলবই 
যাবই সর্বদা আমি লিখে, 
 যতই আসুক বাঁধা তবুও সর্বদা
লেখালেখি আমি রাখবোই টিকে। 

 

আসুক যতই হুমকি থাকবনা থমকি
চলবেই আমার অভিযান, 
হোক যতই কষ্ট বলছি স্পষ্ট 
গাইতেই হবে আমায় জয়গান। 

 

বাংলা ভাষার জন্য যারা 
জীবন করেছেন দান,
আমার হাতের কলম লিখবে
তাদের কত অবদান। 

 

দিয়ে বুকের রক্ত হয়েও বুলেট সিক্ত 
ভাষা যুদ্ধে ছিল অটল, 
আমার কলম লিখে যায় সাহিত্যের পাতায় 
আছো তোমরা অতি উজ্জ্বল। 

 

আসলে একুশে ফেব্রুয়ারি 
করি কিছু মোরা লেখালেখি, 
প্রতি বছর এ দিবস টিকে 
সর্বময় স্মরণ করে থাকি।

 

শহীদ ভাইদের স্মরণ করে 
লিখবো আমি কাগজ ভরে, 
তোমাদের সব স্মৃতি কথা 
পৌঁছাবো বাংলার ঘরে ঘরে।
আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল