• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ওমরাহ নিয়ে কটূক্তি করায় ভৈরবের কথিত পীর কারাগারে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

কিশোরগঞ্জের ভৈরবে ওমরাহ হজ্ব নিয়ে কটূক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যাখ্যা দেয়ায় গুলে মদিনা দরবার শরীফের কথিত পীর আবুল বাশার আল কাদরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

রোববার ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় তাকে কারাগারে পাঠায় কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

 

১২ জানুয়ারি ভৈরব থানায় আবুল বাশার আল কাদরীর বিরুদ্ধে মামলা করেন কিশোরগঞ্জ জজকোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম। ওই মামলায় হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন তিনি। রোববার জামিনের মেয়াদ শেষ হওয়ায় কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান ওই কথিত পীর। শুনানি শেষে বিচারক মো. হাবিব উল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

জানা গেছে, আবুল বাশার আল কাদরী হবিগঞ্জে একটি মাহফিলে ওমরাহ নিয়ে কটূক্তি করেন। ওই মাহফিলে তিনি ধর্ম নিয়ে অপব্যাখ্যা দেন। যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আমিনুল।

 

ধর্ম নিয়ে আবুল বাশার আল কাদরীর অপব্যাখ্যা ভাইরাল হলে ভৈরব, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা ক্ষুব্ধ হন। তারা কথিত ওই পীরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল