• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

এলেঙ্গায় র‌্যাবের অভিযানে ৯ জুয়ারি আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১  

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে ৯ জুয়ারি গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব -১২, সিপিসির-৩ এর সদস্যরা। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার বিকেলে র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, কালিহাতীর সহদেবপুর গ্রামের মো. আবু সাইদের ছেলে মো. আতিকুর রহমান (৩২), মধুপুর উপজেলার গাংগাড় গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. হেলাল উদ্দিন (৪০), কালিহাতীর মশাজাংগ গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. জুয়েল রানা (৩৫), বানিয়াবাড়ী গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে মো. খালেক মিয়া (৪০), মো. আরশী আলীর ছেলে মো. আয়নাল হক (৩৬), এলেঙ্গা এলাকার মো. সাহেদ আলীর ছেলে মো. ছানোয়ার হোসেন (৪০), সদর উপজেলার ভাটচান্দা গ্রামের মৃত তরব আলীর ছেলে মো. মিজান আলী (৫০), এলেঙ্গা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মো. সিদ্দিকুর রহমান (৪০), মুলীয়া গ্রামের মৃত বুজ্জত আলীর ছেলে মো. লুৎফর রহমান (৩৮)।

র‍্যাব কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। পরে প্রচলিত আইনে মামলা দায়ের করে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল