• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

একের পর এক বেরুচ্ছে মামুনুলের অপকর্মের নানা প্রমাণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের পর তার অপরাধ জগতের অনেক কিছুই আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করেছে। 

তাকে গ্রেপ্তারের আগে বেশ কিছুদিন যাবৎ তাকে একাধিক গোয়েন্দা সংস্থা নজরে রাখছিল। তার অপরাধ জগতের কর্মকাণ্ডের নানা তথ্য গোয়েন্দা সংস্থার কাছে এসে পৌঁছানোর পরই তাকে গ্রেপ্তার করা হয়। 

আর পুলিশের কঠোর মনোভাব বুঝতে পেরেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার একটি কক্ষে থাকতেন তিনি। 

সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী সমালোচনা করতেন। মামুনুল হককে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে বেশ কিছু তথ্যের সত্যতার প্রমাণ মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা পরিচালনার সাথে জড়িত মামুনুল হক। শুধু এই মাদরাসা নয় মামুনুলসহ হেফাজতের নেতারা এভাবে যাত্রাবাড়ী, বারিধারা, লালবাগের বেশ কয়েকটি মাদরাসা পরিচালনা করছেন। এসব মাদরাসার আয়-ব্যয় হিসেবে ব্যাপক গরমিল পাওয়া গেছে। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মাদরাসার নামে যেসব অনুদান এসেছে, সেগুলোর বিস্তারিত তথ্যাদিও নেই। পাশাপাশি মাদ্রাসাগুলো অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ নিয়ে বছরের পর বছর বিল পরিশোধ না করেই পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, মামুনুল হক ২০১৩ সালের সহিংসতা এবং সাম্প্রতিক সহিংসতায়ও নিজে সম্পৃক্ত ও উসকানি দিয়েছেন। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল