• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

উল্লাপাড়ায় কুলখানিতে আমন্ত্রিত ১০ হাজার লোকের খাওয়া হলো না

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

উল্লাপাড়ায় আমন্ত্রিত ১০ হাজার লোকের  খাওনোর আয়োজন পন্ড করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে শুক্রবার সকাল ৯টার দিকে ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি তার বাবার কুলখানি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এই করোনাকালে স্বাস্থ্য বিধি না মেনে  ১০ হাজার লোককে খাওনোর জন্য জবাই করা হয় ১০ টি ষাঁড় গরু ।

 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক হুমায়ন কবীর জানান, ওই  বড় আয়োজনের কুলখানির খবর পেয়ে উল­াপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আরিফুজ্জামান পুলিশ বাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় ভ্রাম্যমান আদালতে  ব্যবসায়ী আব্দুল­াহ আল কাফিকে ২০ হাজার টাকা জরিমানা  করেন। পরে সমস্ত খাবার পাশ্ববর্তি এলাকার গরীব ও দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল