• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঈদুল আজহার পর দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর `গুজব`

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ জুলাই ২০২০  

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঈদের পর সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে খবর ছড়ানো হয়েছে তা ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সমকালকে একথা জানান।

 

তিনি বলেন, 'বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড' নামে ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে 'ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার'। সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

 

এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

 

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সরকার যখন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সঙ্গে সঙ্গেই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।

 

আবুল খায়ের বলেন, ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোন বোর্ডও নেই। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল