• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইসলামপুরে লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১  

মহামারি করোনাভাইরাস রোধে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে অভিযান চলমান রয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের। লকডাউনেও জনসচেতনতা বৃদ্ধিতে ও মাস্ক ব্যবহারে শতভাগ কার্যকর ১৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম বিভিন্ন হাট ও বাজারে অভিযান চালান। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বাজারে সরকারি নির্দেশনা না মানার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৭টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রোকনুজ্জামান খান। এ সময় পৌর শহরের একাধিক স্থানে তিনি স্বাস্থ্যবিধি বাস্তবায়নসহ করোনারোধে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা করেন।

অন্যদিকে, সর্বাত্মক লকডাউন কার্যকর করতে সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া এবং ওসি মো. মাজেদুর রহমান জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালান।

সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া বলেন, লকডাউন বাস্তবায়নে বিভিন্ন জায়গায় জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের অভিযান চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা থেকে মুক্ত থাকি’ স্লোগান নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়নে জনসাধারণকে সচেতন করতে সব জায়গায় অভিযান চলমান রয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল