• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আলী রেজার “স্মৃতির প্রদীপ”

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

আলী রেজার জন্ম ১৯৫৭ সনে। মুক্তিযুদ্ধে আলোড়িত কবি, সত্তর দশকে মূলত ছোটকাগজে লেখালেখি শুরু করেন। তারপর দীর্ঘ বিরতি দিয়ে ফেসবুককে কেন্দ্র করে পুনরায় তার কবিতার চাষবাস। বেশ কয়েকবছর পূর্বে একটি রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপকের পদ হতে অবসর গ্রহণ করেছেন এবং সাহিত্যচর্চায় সম্পুর্ন মনোনিবেশ করেছেন। তিনি ব্যবসায় প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রীধারী। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক] 

 

স্মৃতির প্রদীপ

 

১. চীনা মাটির বাসন ছুঁড়ে মেরে
হাড়ের গুড়োগুলি ছড়িয়ে দাও;
তবে শব্দ আগে না হাড় আগে এটা অমীংমাসিত থেকে যাবে।
মদে ভেজানো তৈজসে উপাদেয়
খাদ্য, ঘোড়ার খুরের ছাপ সব
রতিমগ্ন মুখে একাকার করে মাথা।
২. মোমবাতির সারি সারি মাথা এরাও সভা শ্রমিক
পাছায় বাতাবি লেবুর গন্ধ মেখে স্তব্ধ বসে আছে
একটু পরে এখানে জ্বালানো হবে স্মৃতির প্রদীপ।
৩. হে নারী তুমি আমাকে মুছে ফেলতে চাইছ কেন?
তোমার উঠানে আমিও কি আর একটি বাড়তি বর্ণমালা?
৪. বেওয়ারিশ লাশ ঐ কবরে পড়ে আছে
তার চিবুকে লেগে আছে
খসে পড়া পলেস্তরা আর
শিয়রে সংখ্যাপন, 

 

ডিএনএ কি জিনিস তা চাঁদনি জানে না।
(রানাপ্লাজা ট্র্যাজিডিতে নিহতদের স্মরনে)

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল