• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

“আবেগ-ABEG” এর উদ্যোগে শতাধিক দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস থেকে সুরক্ষায় ঘর থেকে বের না হওয়া কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইলের “ধনবাড়ী ও মধুপুর” উপজেলা ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন “আবেগ-ABEG”।

“আবেগ-ABEG” এর উদ্যোগে প্রায় শতাধিক দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়ায়, তারা বিতরণ করে চাল, ডাল, তেল,সাবান, আলু, পেঁয়াজ ইত্যাদি।এসব ত্রাণ সামগ্রী ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হয়।

সংগঠনের সিনিয়র এডমিন মোঃ সানোয়ার হোসেন এবং রবিউল ইসলাম রবির সাথে কথা হলে তারা জানায়, দেশের করোনা পরিস্থিতিতে অনেক শ্রমজীবী মানুষ ঘরবন্দী, কাজ করতে না পেরে তারা মানবেতর জীবন যাপন করছে, আর তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তারা আরও বলেন বর্তমান সংকটময় পরিস্থিতিতে সকলকে যার অবস্থানে থাকার অনুরোধ জানিয়েছেন, কেউ যাতে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাই।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল