• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আজ গোপালপুরের মাহমুদপুর গণহত্যা দিবস

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গণহত্যা দিবস। একাত্তর সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে ১৮ জন শহীদ এবং ১০ জন গুরুতর আহত হন। ধর্ষণের শিকার হন কয়েকজন নারী।

সাবেক মুত্তিযোদ্ধা কমান্ডার এবং হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার জানান, রাজাকার ও আলবদরের সহযোগিতায় পাকিস্তান হানাদার বাহিনী প্রথমে বঙ্গবন্ধুর সহচর এবং আওয়ামী লীগের এমএনএ (মেম্বার অব ন্যাশনাল এ্যাসেমব্লি) হাতেম আলী তালুকদারের মাহমুদপুর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে। হানাদাররা চাতুটিয়া মাদ্রাসা পার হলে পানকাতা ইসলামীয়া হাইস্কুল মাঠে অবস্থান করা কাদেরীয়া বাহিনীর কোম্পানি কমান্ডার হুমায়ুন বাঙ্গালের নেতৃত্বে ১০/১২জন মুক্তিযোদ্ধা মাহমুদপুর বটতলা নামক স্থানে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হন।

যুদ্ধের রসদ ফুরিয়ে গেলে মুক্তিযোদ্ধারা পিঁছু হটতে বাধ্য হন। এরপর হানাদার বাহিনী নির্বিচারে হত্যা এবং বাড়িঘরে অগ্নিসংযোগ করে। অনেককে আটক করে ধনবাড়ী উপজেলার পানকাতা গ্রামে নিয়ে হত্যা করে। আহতদের অনেকেই এখনো পঙ্গু জীবনযাপন করছেন।

মুক্তিযোদ্ধা আব্দুল সোবহান তুলা জানান, গণহত্যার স্থানটিতে স্মৃতিচিহ্ণ নির্মাণ না থাকায় নতুন প্রজন্ম রাজাকার আলবদর ও হানাদার বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের কথা ভুলতে বসেছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন এবং শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গোপালপুর প্রেসক্লাব পানকাতা হাইস্কুল প্রাঙ্গনে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও আলোচনার সভার আয়োজন করেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল