• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আগামীকাল নয়টি হলে মুক্তি পাচ্ছে ‘একজন মহান পিতা’

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০  

আগামীকাল শুক্রবার(১৮ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের এক অগ্রন্থিত অধ্যায়ের কাহিনী অবলম্বণে চলচ্চিত্র ‘ একজন মহান পিতা।’ প্রথিতযশা পরিচালক এবং এই ছবির কাহিনীকার মির্জা সাখাওয়াত হোসেন অত্যন্ত দরদ দিয়ে নির্মাণ করেছেন চলচ্চিত্রটি।

 

 একযাগে বগুড়ার মমইন সিনেপ্লেক্সে, আত্রাই, নওগাঁর সেভেন স্টার সিনেপ্লেক্স, খুলনার চিত্রালী, ময়মনসিংহের পূরবী, যশোরের তুলি-নাভারণ, ঈশ্বরগণ্জের সোনালী, নাগরপুরের ফাল্গুনী, মধুপুরের মাধবী এবং ফুলবাড়ীর অবকাশ সিনেমা হলে। 

 

 বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নিবেদনে এবং জোটের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ শাহ আলমের প্রযোজনায় নির্মিত ছবিটির কাহিনী গড়ে উঠেছে দেশের নির্যাতিতা ২ লাখ বীরাঙ্গনারদের যাপিত জীবনের নানা ঘাত প্রতিঘাত এবং বঙ্গবন্ধুর একটি অসাধারণ বক্তব্যকে কেন্দ্র করে। ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মির্জা আফরিন ও হিমেল রাজ। 

 

অন্যান্য  চরিত্রে অভিনয় করেছেন  ছবির প্রযোজক শেখ শাহ আলম, আলভি সরকার, সৃষ্টি মির্জা, সাগরিকা মন্ডল, রাশেদুল ইসলাম রাজিব, রাশেদ রেহমান, শ্যামল কান্তি নাগ, রেজাউল রাজু, চান মিয়া সওদাগর , আব্দুর রাজ্জাক খোকন প্রমূখ। 

 

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট নিবেদিত এই ছবিতে মহান মুক্তিযুদ্ধের মৌলিক একটি বিষয়কে উপজীব্য করে নির্মিত ছবিটি নিয়ে আশাবাদী পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন। এই প্রতিবেদককে তিনি জানান, ‘জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে ‘একজন মহান পিতা’ চলচ্চিত্রটি খুব কম সময়ে শুটিং শেষ করেছি। 

এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হিমেল রাজ ও মির্জা আফরিন। বেশ ক’বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সীমাহীন উদারতার একটি বিষয়কে উপজীব্য করে এই ছবির কাহিনী এগিয়েছে। 

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল