• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আগামীকাল নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশ ফুটবল। মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজ দিয়ে কাল নেপালের বিপক্ষে মাঠে নামছে নতুনভাবে অনুপ্রানীতে বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় আট মাস পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচটিকে নিয়ে তাই বাড়তি আগ্রহ বিরাজ করছে ফুটবল অনুরাগীদের মধ্যে। 

 

আসন্ন ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতির জন্য এই ম্যাচ দুটি দুই দলের জন্যই হবে সঠিক মঞ্চ। বাংলাদেশ দলের জন্য সুখবর হচ্ছে দলের সেরা তারকাদের প্রায় সবাই এই ম্যাচে মাঠে নামতে পারছেন। দুই দলের কোচই নিজ নিজ দলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

বাংলাদেশ দলের প্রধান সমস্যা হচ্ছে ফিটনেস। কারণ বেশ কয়েক মাস মাঠের বাইরে কাটিয়েছে খেলোয়াড়রা। তবে তিন সপ্তাহের অনুশীলন শেষে কৌশলগত উন্নতি লাভ করেছে কোচ জেমি ডের শিষ্যরা। ছেলেরা এখন সিরিজের ম্যাচ খেলার জন্য প্রস্তুত।

 

নেপাল দলের অবস্থাও একই। বেশ কয়েক মাস মাঠের বাইরে কাটানোর পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রস্তুতি শুরু করেছে ১২ দিন আগে। গত ৫ নভেম্বর ঢাকায় পৌঁছায় নেপাল ফুটবল দল।

 

এর আগে নেপালের বিপক্ষে ১৯ ম্যাচের মধ্যে ১২ টিতে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ছয় ম্যাচে। একটি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। পরিসংখ্যান বিবেচনায় স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে এগিয়ে রাখবে বাংলাদেশকে।

 

তবে সর্বশেষ দুই মোকাবিলায় বাংলাদেশকেই হারতে হয়েছে নেপালের কাছে। যদিও স্বাগতিক জামাল ভুঁইয়ার দল মনে করেন ওই ফলাফল কালকের ম্যাচে প্রভাব বিস্তার করতে পারবে না। তারা ঘরের সুবিধাকে কাজে লাগিয়ে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মাধ্যমে ভাল ফল পেতে চায়।

 

নিজেদের মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ বুরুন্ডির কাছে হেরেছে ০-৩ গোলের বড় ব্যবধানে। ঢাকায় সর্বশেষ বাংলাদেশ ও নেপাল প্রতিদ্বন্দ্বিতা করেছে দুই বছর আগে। সাফ চ্যাম্পিয়নশীপের ওই ম্যাচে সফরকারী নেপালের কাছে ০-২ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

নেপাল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে কুয়েতের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে তারা হার মেনেছে ০-১ গোলে।

 

এদিকে কোভিড-১৯ দারুণ ভাবে আঘাত করেছে নেপাল শিবিরে। পূর্ণ শক্তির দল নিয়ে ঢাকা আসতে পারেনি তারা। তাদের শীর্ষ সারির চার ফুটবলার কোভিড-১৯ এ আক্রান্ত। তাই সেরা ৫ খেলোয়াড়ের চারজনকেই রেখে এসেছে। অপরদিকে পূর্ণ শক্তির দল পাচ্ছে বাংলাদেশ।

 

করোনার কারণে কালকের ম্যাচে সীমিত সংখ্যক দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। ম্যাচের টিকিট মুল্য ধার্য হয়েছে ভিআইপি ৫০০ টাকা এবং সাধারণ আসন ১০০ টাকা। ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় পাওয়া যাবে ম্যাচ টিকিট। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল