• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আগামীকাল টাঙ্গাইল ও ঘাটাইল প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে আগামিকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে ঘাটাইল প্রেস ক্লাব একাদশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে টাঙ্গাইল প্রেস ক্লাব একাদশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঘাটাইল জিবিজি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই প্রীতি ক্রিকেট ম্যাচ।

প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। খেলার উদ্বোধন করবেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ, ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী, সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদার, লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শরীফ হোসেন, আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান তালুকদার, জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম হেসটিংস প্রমুখ।

খেলাকে সামনে রেখে এর আগে ১৫ সদস্যের ক্রিকেট দল ঘোষণা করেছে টাঙ্গাইল ও ঘাটাইল প্রেসক্লাব।

টাঙ্গাইল প্রেসক্লাবের খেলোয়াড়রা হলো- কাজী জাকেরুল মওলা, খন্দকার মাসুদুল আলম, ইফতেখারুল অনুপম (অধিনায়ক), নাছির উদ্দিন, গোলাম কিবরিয়া বড় মনি, মালেক আদনান, শামীম আল মামুন, আরিফুল রহমান টগর, আবু সাঈদ, সুমন কুমার রায়, মোস্তাক আহমেদ, মোজাম্মেল হক, এম কবির, মাসুদ রানা, আব্দুর রশিদ।

ঘাটাইল প্রেসক্লাবের খেলোয়াড়রা হলো- আতিকুর রহমান (অধিনায়ক), শহিদুল ইসলাম লেবু, মাসুম মিয়া, নুরুজ্জামান মিয়া, আব্দুল লতিফ, কায়সার কবির মিলন, রায়হান সরকার, সাদ্দাম হোসেন, মনিরুজ্জামান মনি, আলা আমিন, মনোয়ার হোসেন, নজরুল ইসলাম, এভিএম আতিক, শামীম হোসেন, কবির হোসেন ।

দুই দলের খেলোয়ারদের নাম ঘোষনার পর থেকেই দুই দলের খেলোয়াড়রা তাদের নিজ নিজ মাঠে প্রশিক্ষণ চালিয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল