• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আগামী ৩০ জানুয়ারি মধুপুর পৌরসভার ভোট গ্রহণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০  

আগামী বছর ২০২১ সালের ৩০ শে জানুয়ারি টাঙ্গাইলের মধুপুর পৌরসভাসহ ৬৪ টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আর এই সকল নির্বাচনে ইভিএম এর মাধ্যমে না হয়ে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানানো হয়।


 
মধুপুর পৌরসভাসহ টাঙ্গাইলের ৫ টি পৌরসভায় ৩০ শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো, টাঙ্গাইল, মধুপুর, সখীপুর, মির্জাপুর, ভূঞাপুর।

মধুপুর পৌরসভাসহ তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ শে ডিসেম্বর; মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি; মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি এবং ৩০ শে জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

মধুপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের ৬ জন এবং বিএনপির ৩ জন নির্বাচন করার জন্য মাঠে রয়েছেন এবং তারা প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালাচ্ছেন। দলীয়ভাবে এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়নি।

মধুপুর পৌরসভা ১৯৯৫ সালে স্থাপিত ‘ক’ শ্রেণির একটি পৌরসভা। ইহার আয়তন ২৫.৬২ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৫৬.৬৫৮ জন প্রায়। এখানে ১টি কলেজ, ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ আছে ৩টি মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয় আছে ১৩টি ও মাদ্রাসা আছে ৬টি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল