• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদে হুমায়ুন কবীরকে চাইছে ভোটাররা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ জুন ২০২১  

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত  চেয়ারম্যান পদে হুমায়ুন কবীরকে চাইছে স্থানীয় আওয়ামীলী,যুবলীগ, ছাত্রলীগ সহ ভোটাররা। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্ধ ও সভানেত্রী শেখ হাসিনার নিকট চেয়ারম্যান পদে জনজরিপ ও জনপ্রিয়তার শীর্ষে আবস্থানকারী হুমায়ুন কবীরকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রাণের দাবী জানিয়েছে মহাদান ইউনিয়নের দলীয় তৃণমূল নেতৃবৃন্দসহ নির্বাচনী এলাকার সকল জনগণ।সামাজিক কল্যাণমূলক কাজে সক্রিয় ব্যক্তিত্ব ও অবদান রেখেছেন তিনি ।করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমত বিতরণ করেছে ত্রাণ সামগ্রীসহ মাস্ক,নগদ অর্থ । শীতের সময় কম্বল বিতরন,নিজ অর্থায়নে মাটি কাটা, উন্নয়ন মূলক এবং রাজনৈতিক কর্মকান্ড সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়াও শিক্ষার্থীদের পড়ালেখা সুনিশ্চিত করার লক্ষ্যে বই বিতরণ  ও ফরম পুরণের সময় নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন তিনি। এদিকে মহাদান ইউনিয়নের করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কহীনদের মাঝে বিভিন্ন এলাকাসহ হাট বাজার ও বাড়ী বাড়ী গিয়ে হাজার হাজার মাস্ক বিতরন অব্যাহত রেখেছেন।পাশাপাশি গ্রামে গ্রামে এবং হাট বাজারসহ সহ বিভিন্ন জায়গায় লিফলেট এর মাধ্যমে সরকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরছেন । হুমায়ুন কবীর সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের বিশিষ্ঠ ঠিকাদার মরহুম আব্দুস সাত্তার কন্ট্রাকটরের বড় ছেলে।তিনি সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সদস্য ও সেঙ্গুয়া দ্বিতল জামে মসজিদ এর যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৮ সালের নৌকা প্রতিকের প্রার্থীর বিজয় সু-নিশ্চিত ও পরবর্তীতে উপজেলা, ইউনিয়ন সহ সকল নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীত পক্ষে প্রচারণা এবং নৌকার বিজয়ের লক্ষে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।  জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মনোনয়ন দিবে তার পক্ষে আমরা কাজ এবং নৌকার বিজয় সু-নিশ্চিত করবে বলে জানিয়ে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর এ প্রতিবেদক মাসুদুর রহমানকে বলেন,আমি একজন বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক। ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার বেকার যুবকদের আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাদক একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই মাদক ও দুর্নীতি মুক্ত ডিজিটাল ইউনিয়ন গড়ার মাধ্যমে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করে মহাদান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার হাতেই নৌকা প্রতিক তুলে দিবে বলে আমার বিশ্বাস। আমার পরিবার সব সময় জনগণের পাশে ছিলেন, আমিও জনগণের পাশে আছি এবং থাকব। জনসেবার ইচ্ছা থেকেই ইউনিয়ন নির্বাচনে আসা। মনোনয়ন পেলে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ‘গ্রামের বৈষম্য দূর করে কৃষিবিপ্লবের বিকাশ, কুটিরশিল্প, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে তোলাসহ জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল পরিবর্তন করে একটি ডিজিটাল ও আধুনিক মহাদান ইউনিয়ন গড়ব।অর্থ,পেশী শক্তি ও আধিপত্য দিয়ে নয়,গরীব দূঃখীর ন্যায্য অধিকার রক্ষা,প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মাধ্যমে মহাদান ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার সুষম ও উন্নয়ন, দরিদ্র বিমোচন করে একটি সুন্দর তথ্যপ্রযুক্তি নির্ভর আলোকিত জনপদ গড়তে ইউনিয়ন বাসী যেন তাদের আমানত ভোটাধিকার প্রয়োগ করে আমাকে একজন সেবক হিসেবে নির্বাচিত করে এটাই আমার প্রত্যাশা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল