• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি টাঙ্গাইল-১

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

টাঙ্গাইল জেলার ধনবাড়ীর জমিদার বাড়ী, মধুপুরের শালবন, আদিবাসীদের নানা সংস্কৃতি আর রাণী ভবানীর স্মৃতি বিজড়িত লাল ও এঁটেল মাটির অঞ্চল মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে টাঙ্গাইল-১ আসন গঠিত। এ আসন আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি। বর্তমান এমপি দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আবদুর রাজ্জাক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে জেলার অন্যতম এ আসনে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের জোড়ালো তৎপরতা দেখা যাচ্ছে। তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের মাঝে এসব সম্ভাব্য প্রার্থী নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। 

রাজনৈতিক অবস্থানে খুবই গুরুত্বপূর্ণ এই আসনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলির অন্যতম সদস্য, সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপির বাড়ী ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামে। রাজনৈতিক বোদ্ধারা মনে করেন টাঙ্গাইলের রাজনৈতিক সুস্থ ধারায় ফিরিয়ে আনা, জেলার রাজনীতি মূল চালিকাশক্তি ও দেখবাল করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।তিনি এলাকার উন্নয়নের প্রতিক হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি প্রায় ১৬ বছর এ আসনের প্রতিনিধিত্ব করছেন। দুই উপজেলাতেই তার রয়েছে শক্ত অবস্থান। দলীয় নেতাকর্মীরাও তার ওপর আস্থাশীল। এই আসনে তিনিই একমাত্র জনপ্রিয় প্রার্থী।

রাজনৈতিক তথ্যানুসন্ধানে জানা যায়, এ আসনে আওয়ামী লীগ ৬ বার বিজয়ী হয়।বাকি ৪ বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অন্যান্য দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত ২০০১, ২০০৮  ও ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের টাঙ্গাইল-১ আসনে নৌকার মাঝি হিসাবে নির্বাচিত হন ড. আব্দুর রাজ্জাক এমপি। পরিসংখানে এ আসনে আওয়ামী লীগ এগিয়ে এবং এখানে আওয়ামী লীগের বিশালভোট ব্যাংক রয়েছে। যে কারণে এ আসনে আওয়ামী লীগের বিজয়ী হওয়া খুব সহজ। এ প্রসংগে সাবেক খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেন, বিগত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমার নির্বাচনী এলাকা ধনবাড়ী ও মধুপুরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ধনবাড়ীতে মডেল উপজেলা ভবন, ৫০ শয্যার হাসপাতাল, নতুন থানা ভবন, ফায়ার সার্ভিস, পশু হাসপাতাল, মধুপুরে ৭২ হাজার মে:টন ধারণক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক সাইলো নির্মাণ, মধুপুর অডিটরিয়ামসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হয়েছে। ধনবাড়ী ও মধুপুর উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হচ্ছে। জনগনের দোয়ায় প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় সকল কাজই সম্পন্ন করেছি। কাজেই এলাকার জনগণ নৌকায় ভোট দিয়ে আবারও নির্বাচিত করলে সৎ ও নিরপেক্ষ থেকে জনগণের কল্যাণে কাজ করে যাব।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল