• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান ডব্লিউএইচও’র

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১  

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাস টিকা প্রয়োগ স্থগিত না করে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ইউরোপের কয়েকটি দেশের আতঙ্কের প্রেক্ষিতে ডব্লিউএইচও বিশ্ববাসীকে এ আহ্বান জানায়। 

ডব্লিউএইচও বলছে, এ টিকার সঙ্গে ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেন পূর্বসতর্কতার অংশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করেছে। এ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিশেষজ্ঞরা।

এছাড়া একই বিষয়ে আলোচনার জন্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) আলাদাভাবে বৈঠকে বসবে। বৃহস্পতিবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

ডব্লিউএইচও এর পক্ষ থেকে বলা হচ্ছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাস টিকা দেয়া অব্যাহত রাখা উচিত।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের প্রায় এক কোটি ৭০ লাখ মানুষঅক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল