• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

অসুস্থ ঘাটাইলের এমপি আতাউর, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

বয়স্কজনিত কারণে অসুস্থ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আতাউর রহমান খানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে ঢাকায় নেওয়া হয়েছে।

তার বয়স ৮৩ বছর। তিনি বার্ধক্য এবং ডায়াবেটিস জনিত বিভিন্ন রোগে ভুগছেন।

শুক্রবার (১০ জুলাই) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত সংবাদে আজ রাত সাড়ে আটটার সময় তাকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছেছে। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

পারিবারিক সুত্র জানায়, শুক্রবার (১০ জুলাই) দুপুরের পর টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়ায় নিজ বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে টাঙ্গাইল ষ্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে নেয়া হয়।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে ঘাটাইলে এমপি নির্বাচিত হন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল