• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

অবকাশকালে দেশে চালু থাকবে ৯ ভার্চুয়াল বেঞ্চ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ মে ২০২১  

অবকাশকালে বিচার কার্যক্রম পরিচালনার জন্য ৯টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক আদেশে তথ্য জানানো হয়। 

আগামী ৯ মে থেকে ২০ মে পর্যন্ত অবকাশে যাচ্ছে উচ্চ আদালত। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগামী ৯ থেকে ২০ মে পর্যন্ত অবকাশকালীন সময় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শারীরিক উপস্থিতি ছাড়া বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে ৯টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়েছে। 

গঠিত বেঞ্চগুলো হচ্ছে, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান (ফৌজদারি), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান (রিট), বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর (রিট ও দুদক), বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন (দেওয়ানী), বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিন (ফৌজদারি), বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত (ফৌজদারি), বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল (ফৌজদারি), বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবার কবিরের ডিভিশন বেঞ্চ (ফৌজদারি) এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ (কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত)। বর্তমানে করোনাকালে হাইকোর্ট বিভাগে ৬টি ভার্চুয়াল বেঞ্চে বিচার কার্যক্রম চলছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল