• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠলো বাংলাদেশের টাইগাররা। সেমিফাইনালে জয়ের জন্য ২১২ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পোঁছে যায় টাইগাররা। বাংলাদেশের স্কোর ২১৫/৪।

 

মাহমুদুলের সেঞ্চুরির উপর ভর করে ৩৫ বল বাকি থাকতেই সহজ জয় আসে বাংলাদেশের। তাসকফকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন মাহমুদুল। এর ঠিক পরের বলে আবারো উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি। করেন ১১৭ বলে ১০০ রান। তাকে দারুণ সঙ্গ দেন শাহাদাত, তিনি করেন অপরাজিত ৪০রান। 

 

পচেফস্ট্রুমে আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান তুলতে পারে কিউইরা। 

 

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে নিউজিল্যান্ডের যুবারা। ইনিংসের দ্বিতীয় ও ব্যক্তিগত প্রথম ওভারে রাইস মারিউকে (৫) সাজঘরে ফেরান শামীম। এরপর দলীয় ৩০ রানে আঘাত হানেন রাকিবুল ইসলাম। আরেক ওপেনার হোয়াইটকে ১৮ রানে সাজঘরে ফেরান তিনি।

 

দলীয় ৫৯ রানের মাথায় আবারো আঘাত হানেন শামীম। শামীমের বলে ২৪ রান করে মাহমুদুলের হাতে ধরা পড়েন লেলম্যান। দলীয় ৭৪ রানের মাথায় স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতে পরাস্ত হন কিউই অধিনায়ক জেসে তাসকফ (১০)।

 

এরপার বেকহ্যাম ও লিডস্টনের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে কিউইরা। তাদের ৬৭ রানের জুটি ভাঙেন শরিফুল। ৪৪ রান করে শরিফুলের লেগ বিফোরের ফাঁদে পড়েন লিডস্টন। এর পরপরই মুরাদের দ্বিতীয় শিকারে পরিণত হন উইকেটকিপার ব্যাটসম্যান সুন্দে (১)।

 

গ্রিনালের  ৮৩ বলে ৭৫ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ২১১ রান তুলতে পারে নিউজিল্যান্ড।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল