• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

অনন্য শিল্প নগরী হতে পারে টাঙ্গাইল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

সর্বকালেই নানা বৈচিত্র্যের কারণে সুনাম সুখ্যাতি বিশ্বজোড়া টাঙ্গাইলের এই জেলায় যেমন জন্মেছেন অনেক বিখ্যাত ব্যক্তি, তেমনি পর্যটনের কেন্দ্রস্থল হিসেবেও গৌরব রয়েছে এর। শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতির দিক থেকেও টাঙ্গাইলের খ্যাতি সারা বাংলায়। এখানকার তাঁতের শাড়ি চমচমের আছে আলাদা ঐতিহ্য। যার সুনাম রয়েছে দেশে দেশে।

ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি প্রয়াত লায়ন মো. নজরুল ইসলাম বলেছিলেন, অনেক জ্ঞানী-গুণী লোকের জন্মস্থান টাঙ্গাইল উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে জেলাটি অনেক এগিয়ে গেলেও এর সঙ্গে পাল্লা দিয়ে এগোয়নি শিল্প ও সংস্কৃতি তাই এগিয়ে নিতে হবে শিল্প-সাংস্কৃতিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘিতে পর্যটন কেন্দ্র ও ইপিজেড স্থাপন করতে পারলে ঘুরে যাবে জেলার উন্নয়নের চাকা

ইতোমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ প্রায় শেষ তাই উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে টাঙ্গাইল এই জেলার উপর দিয়ে উত্তরবঙ্গের ৯২টি রোডসহ ১২২টি রুটের হাজার হাজার যানবাহন চলাচল করছে জেলার উন্নয়নের দিকে নজর দিয়ে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে টাঙ্গাইলের লোকজন যেন ঢাকা গিয়ে অফিস করতে পারেন তার জন্য ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চালু করা হয়েছে কমিউটার ট্রেন

জেলার শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ করছেন জেলার শিক্ষা বিষয়ক সংশ্লিষ্টরা প্রতিটা স্কুলে কম্পিউটার ও প্রজেক্টর প্রদান করে ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়ন করা হচ্ছে

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল