• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঢাকার সঙ্গে বাণিজ্য বাড়াতে চ্যাংরাবান্ধায় ভুটানের স্বরাষ্ট্রসচিব

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

বৈদেশিক বাণিজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার (২৯ এপ্রিল) পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে বাণিজ্যকেন্দ্র পরিদর্শন করলেন ভুটানের স্বরাষ্ট্রসচিব সোনম ওয়াংগিল। তিনি এদিন ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর ঘুরে দেখার পর স্থানীয় প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে শুল্ক দফতরের চ্যাংরাবান্ধা শাখার সুপারিন্টেন্ডন্ট তপন মণ্ডল, মেখলিগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর পুরণ রাই, ওসি রাহুল তালুকদার প্রমুখ ছিলেন।

চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের পাশাপাশি ভুটান-বাংলাদেশের মধ্যেও বৈদেশিক বাণিজ্য চলছে। এই বাণিজ্য করতে গিয়ে এখানে কোনও ধরনের সমস্যা হচ্ছে কি না এবং কীভাবে এই বাণিজ্যের মাত্রা আরও বাড়ানো যায়— ইত্যাদি বিষয় নিয়ে এদিন ভুটানের স্বরাষ্ট্রসচিব বৈঠকে আলোচনা করেন। 


সোনম ওয়াংগিল বলেন, চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়েও আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যের কাজ সুন্দরভাবে চলছে। এটা কীভাবে আরও উন্নয়ন করা যায় সেটা দেখতেই এদিন চ্যাংরাবান্ধা সীমান্ত পরিদর্শন করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল