মিরাজের ঘূর্ণিতে ২৭৪ রানে অলআউট পাকিস্তান
আজকের টাঙ্গাইল
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪
অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৮৫.১ ওভারে ২৭৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক পাকিস্তান। ৬১ রানে ৫ উইকেট নিয়েছেন মিরাজ। জবাবে দ্বিতীয় দিন শেষে ২ ওভারে বিনা উইকেটে ১০ রান করেছে বাংলাদেশ। ১০ উইকেট হাতে নিয়ে ২৬৪ রানে পিছিয়ে টাইগাররা।
রাওয়ালপিন্ডিতে গতকাল বৃষ্টির কারনে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হবার পর আজ দ্বিতীয় দিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইনিংসের প্রথম ওভারে বাংলাদেশের হয়ে বোলিং আক্রমনে আসেন শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে পাাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে খালি হাতে বোল্ড করেন ১৪ মাস পর টেস্ট খেলতে নামা তাসকিন। তার ইনসুইং ডেলিভারি শফিকের ব্যাট ও প্যাডের ফাঁক গলে স্টাম্পে আঘাত হানে। মেডেন উইকেট নিয়ে টেস্টে প্রত্যাবর্তনটা দারুনভাবে করেন তাসকিন।
শুরুর ধাক্কা সামলে উঠতে আরেক ওপেনার সাইম আইয়ুবের সাথে জুটি বাঁেধন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশ বোলারদের উপর আধিপত্য বিস্তার করে অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে প্রথম সেশন ভালোভাবেই শেষ করেন দু’জনে। এই সেশনে দ্রুত রান তুলে টেস্ট ক্যারিয়ারের ১০ম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন মাসুদ। আইয়ুব ৪৩ ও মাসুদ ৫৩ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারেই আইয়ুব-মাসুদের জুটি ভাঙেন স্পিনার মিরাজ। ২টি চারে ৫৭ রান করা মাসুদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি মাসুদ। দ্বিতীয় উইকেটে আইয়ুবের সাথে ১০৭ রানের জুটি গড়েন মাসুদ।
অধিনায়ক ফেরার পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান আইয়ুব। কিছুক্ষণ বাদে সেট ব্যাটার আইয়ুবকে বড় শট খেলার জন্য বেশ ঝুলিয়ে একটি ডেলিভারি দেন মিরাজ। ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করে উইকেটরক্ষক লিটন দাসের হাতে স্টাম্পিং হন আইয়ুব। ৪টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করে মিরাজের শিকার হন আইয়ুব।
বিরতির পর মিরাজের জোড়া আঘাতে ম্যাচে ফেরার সুযোগ পায় বাংলাদেশ। সেই সুযোগকে ভালোভাবে কাজে লাগান তাসকিন ও আরেক স্পিনার সাকিব আল হাসান।
সৌদ শাকিলকে ব্যক্তিগত ১৬ রানে বোল্ড করেন তাসকিন। চা-বিরতির আগ মুর্হূতে পাকিস্তানকে বড়সড় ধাক্কা দেন সাকিব। আর্ম বল ডেলিভারিতে বাবর আজমকে ৩১ রানে লেগ বিফোর আউট করেন সাকিব। রিভিউর সুযোগ থাকলেও সেটি নেননি বাবর।
বাবরের বিদায়ে ক্রিজে আসেন আঘা সালমান। সাকিবের দুই ডেলিভারি স্বাচ্ছেন্দ্যে খেললেও তৃতীয় ডেলিভারিতে ক্যাচ দিয়ে জীবন পান সালমান। শর্ট লেগে সালমানের ক্যাচ ফেলেন জাকির হাসান। জীবন পেয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেন সালমান। এই সেশনে ৮৪ রানে পাকিস্তানের ৪ উইকেট নিয়ে দারুণভাবে লড়াইয়ে ফিরে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনের শুরু থেকে জুটি গড়ার চেষ্টায় রানের চাকা সচল করেন রিজওয়ান ও সালমান। দলের রান ২’শও পার করেন তারা। কিন্তু এই জুটিতে বড় হতে দেননি পেসার নাহিদ রানা। অফ-স্টাম্পের বাইরে রানার দুর্দান্ত এক বাউন্সার ঠিকঠাক খেলতে না পেরে প্রথম স্লিপে শান্তকে ক্যাচ দেন ২৯ রান করা রিজওয়ান।
সপ্তম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন সালমান ও খুররাম শাহজাদ। জুটিতে ২৫ রান যোগ হবার পর আঘাত হানেন মিরাজ। ব্যক্তিগত ১২ রানে মিড অফে সাকিবকে ক্যাচ দেন শাহজাদ।
নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ৭৯তম ওভারে সাকিবের বলে মোমিনুল হককে ক্যাচ দিয়ে জীবন পান মোহাম্মদ আলি। তবে পরের ওভারে মিরাজের বলে প্রথম স্লিপে সাদমান ইসলামকে ক্যাচ দিয়ে ২ রানে সাজঘরে ফিরেন আলি। ২৪৬ রানে অষ্টম উইকেট হারায় পাকিস্তান। এ অবস্থায় রানের গতি বাড়ান সালমান। ৮৫তম ওভারে তাসকিনকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক পূর্ণ করেন তিনি। ঐ ওভারের শেষ বলে স্কয়ার লেগে বাউন্ডারি সীমানায় সাকিবের দারুণ ক্যাচে আউট হন সালমান। ৩টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন সালমান। পরের ওভারের প্রথম বলে আবরার আহমেদকে ৯ রানে শিকার করে পাকিস্তানের ইনিংস ২৭৪ রানে শেষ করেন মিরাজ। সেই সাথে ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নেন মিরাজ। ৪৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দশম এবং পাকিস্তানের বিপক্ষে ইনিংসে প্রথমবারের মত পাঁচ উইকেট নিলেন মিরাজ। এছাড়া তাসকিন ৩টি, সাকিব ও রানা ১টি করে উইকেট নেন।
পাকিস্তানের ইনিংস শেষ হবার পর দিনের শেষভাগে ২ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। পেসার মির হামজার করা প্রথম ওভারের প্রথম বলে ক্যাচ দিয়ে জীবন পান সাদমান। এরপর বাকী সময় কোন বিপদ হতে দেননি সাদমান ও জাকির। সাদমান ৬ ও জাকির শূন্য রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)
পাকিস্তান প্রথম ইনিংস : ২৭৪/১০, ৮৫.১ ওভার (আইয়ুব ৫৮, মাসুদ ৫৭, সালমান ৫৪, মিরাজ ৫/৬১, তাসকিন ৩/৫৭)।
বাংলাদেশ প্রথম ইনিংস : ১০/০, ২ ওভার (সাদমান ৬*, জাকির ০*)।
- বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার আইন বাতিল
- আড়িয়াল বিল অবৈধ দখল মুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ
- টেলিটকের সেবার মান উন্নত করার নির্দেশ উপদেষ্টা নাহিদ ইসলামের
- আসামি পক্ষে আইনজীবী না থাকলে সহায়তা দেবে লিগ্যাল এইড
- ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল মামলা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
- সীমান্ত হত্যা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় বাধা : পররাষ্ট্র উপদেষ্টা
- সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে
- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার
- বিদেশি নাগরিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে
- বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার আহবান উপদেষ্টা শারমীন এস মুরশিদের
- বাংলাদেশে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী ডেনমার্ক
- ভারত সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে
- দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য এ্যাফেয়ার্সের স
- বদির ভাতিজা শাহজাহান বসুন্ধরা থেকে আটক
- পররাষ্ট্র উপদেষ্টার সাথে কানাডার বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নওগাঁয় হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন
- বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়ন
- দেশের পাট ও নৌ খাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চান উপদেষ্টা
- সব নির্বাচনে প্রার্থীদের বয়সসীমা ১৮ নির্ধারণ করতে লিগ্যাল নোটিশ
- ঢাকা এসেছেন লুৎফে সিদ্দিকী
- বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পেছনে রাখা হবে না
- কিশোর হত্যায় সাবেক হুইপ আ স ম ফিরোজ কারাগারে
- বায়রার নির্বাচন হতে আইনগত বাধা নেই : চেম্বার কোর্ট
- এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান মফিজুর রহমান
- নৌবাহিনী প্রধানের খুলনা ও ভোলা জেলা পরিদর্শন
- গণহত্যার সাক্ষ্য তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে : চিফ প্রসিকিউটর
- অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ
- সিরাজগঞ্জে দুই ভাগ্নে হত্যা মামলায় মামাসহ তিনজনের মৃত্যুদণ্ড
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- বিজিবির সহায়তায় সীমান্তবর্তী ২১টি থানার কার্যক্রম শুরু
- ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল
- ২৪ ঘণ্টায় ৯৮৫৭ বন্যার্তকে চিকিৎসাসেবা দিয়েছে সশস্ত্র বাহিনী
- নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবো না: ড. ইউনূস
- এবার বন্যার ঝুঁকিতে উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চল
- নুরুল ইসলাম মনি বিএনপি’র ভাইস চেয়ারম্যান মনোনীত
- প্রথম অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা
- পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে
- ইসলামপুরে আ.লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- মুসলমানদের একে অপরের প্রতি যেসব হক রয়েছে
- রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশকে অনুসরণ করা হচ্ছে: মমতা
- বন্যার্তদের সহায়তায় নৌবাহিনী সদস্যদের এক দিনের বেতন প্রদান
- ‘ইসরায়েলকে ছাড় দেওয়ার সুযোগ নেই’
- সিটি গ্রুপে নারী-পুরুষের চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
- অন্তর্বর্তী সরকারকে সময় দিতে রাজি
- ১৬ দফা দাবিতে সাভারে ওষুধ শ্রমিকদের কর্মবিরতি, চাকরিচ্যুত ৫৬
- ঢেলে সাজানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রশাসন
- সড়কে কাজ করা শিক্ষার্থীদের সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল
- আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস