• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গুজরাটের লক্ষ্যে চেন্নাইয়ের বাধা বৃষ্টি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

আইপিএলের ফাইনালে আবারো বৃষ্টি হানা দিয়েছে। এতে বন্ধ রয়েছে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি।
এর আগে বৃষ্টির কারণে রোববার (২৮ মে) অনুষ্ঠেয় আইপিএলের ফাইনাল ভেস্তে যায়। এতে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচটি একদিন পিছিয়ে সোমবার নেয়া হয়। তবে এদিন এক ইনিংস শেষ হওয়ার পর চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় আবারে বৃষ্টি নামে আহমেদাবাদে।


সোমবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় চেন্নাই-গুজরাট। এ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২১৪ রান সংগ্রহ করেছে হার্দিক পান্ডিয়ার দল। এতে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ২১৫ রান।

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ ম্যাচে টাইটান্সের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা।


ব্যাটিংয়ে নেমে ধীর গতির শুরু করলেও পরে রানের গতি বাড়াতে থাকেন গিল-সাহা। তবে উইকেটে থিতু হয়েও ৩৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন শুভমান। জাদেজার ঘূর্ণিতে ধোনি জাঁদুতে উইকেট হারান তিনি। আউট হওয়ার আগে ২০ বলে ৩৯ রান করেন তিনি।

এরপর ক্রিজে আসেন সাই সুদর্শন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ঋদ্ধিমান। দলের বিপদে হাল ধরার পাশাপাশি দুর্দান্ত অর্ধ শতকের দেখা পেয়েছেন টাইটান্সের ব্যাটার ঋদ্ধিমান সাহা। অবশ্য ফিফটির ইনিংসটি লম্বা করতে পারেননি তিনি। 


ম্যাচের ১৪তম ওভারে দীপক চাহারের লেগ কাটারে পরাস্ত হয়ে ধোনির তালুবন্দী হন সাহা। আউট হওয়ার আগে ৩৯ বলে ৫৪ রান করেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

এরপর বাইশ গজে আসেন টাইটান্স দলপতি হার্দিক পান্ডিয়া। এরপর দুর্দান্ত সব শটে নিজের ফিফটি তুলেন নেন বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। ব্যক্তিগত পঞ্চাশ পেরিয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। 


ক্রিজের দুই পাশ থেকে চেন্নাইয়ের বোলারদের রীতিমতো তুলোধুনো শুরু করেন সাই। এ সময় তাকে সঙ্গ দেন টাইটান্স দলপতি। অবশ্য ম্যাচের শেষ মূহুর্তে খোলস থেকে আসেন হার্দিক। ব্যাট হাতে তিনিও ঝড় তুলেন।

অবশ্য আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাই। মাথিশা পাথিরানার ইয়র্কার লেংথের বলে পরাস্ত হয়ে ৯৪ রানে আউট হয়ে যান তিনি। ৪৮ বলের এই ইনিংসটি ছয়টি ছক্কা ও আট চারে সাজিয়েছেন এ ব্যাটার।


এরপর হার্দিককে সঙ্গ দিতে ক্রিজে আসেন রশিদ খান। তবে ইনিংসের শেষ বলে রানের খাতা খোলার আগেই আউট হন তিনি। এতে পান্ডিয়ার অপরাজিত ২১ রানে ২১৪ রানে পৌঁছায় আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল।

এদিন চেন্নাইয়ের হয়ে মাথিশা পাথিরানা দুই উইকেট শিকার করেন। এছাড়াও জাদেজা ও দীপক চাহার একটি করে উইকেট নেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল