• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জার্সিতে সমর্থন, জার্সিতে ভালোবাসা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

মুখে তাদের বাহারি রকমের চিহ্ন। হাতে ব্যানার-ফেস্টুন। পরনে প্রিয় দলের জার্সি। এখানে কেউ কারো পূর্ব পরিচিত নন, আবার সবার বাড়ির ঠিকানাও এক নয়। কিন্তু তাদের সমর্থনের জায়গা এক। তারা সবাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বসুন্ধরা কিংসকে সমর্থন দিতে কিংস অ্যারেনায় ছুটে এসেছেন।
প্রিয় দলকে সমর্থন দিতে হাজারো দর্শকের ভিড়, বাদ্য-বাজনায় মুখরিত পুরো গ্যালারি। খেলা শুরুর পর ভুভুজেলার গগনবিদারী আওয়াজ আর সমর্থকদের উল্লাস। মাঝে মাঝে বাজল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার গাওয়া "ওয়াক্কা ওয়াক্কা' গানটি। এটা কোনো আন্তর্জাতিক ম্যাচ নয়, এটা বিপিএলে শেখ রাসেল ও বসুন্ধরা কিংস ম্যাচের চিত্র। সবশেষ ঘরোয়া ফুটবলে কবে এমন দর্শক দেখা গিয়েছে, সেটি হয়তো অনেকের কাছেই অজানা।

দেশের ঘরোয়া ফুটবলে শেষ কবে এমন দিন দেখা গেছে, তা মনে করতে ফুটবলপ্রেমীদের বেশ বেগ পেতে হবে। ঘরোয়া ফুটবলের আশির দশকের যে দৃশ্য, সেটির পুনরাবৃত্তি হলো বসুন্ধরা কিংসের হাত ধরে। যা নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। 

শুক্রবার (২৬মে) শেখ রাসেলকে ৬-৪ গোলে হারিয়ে পেশাদার লিগে টানা চতুর্থ শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। শিরোপা নিশ্চিত হওয়ায় কিংস অ্যারেনায় ছিল উৎসবের আমেজ। ট্রফি হাতে উদযাপনের সুযোগ না থাকলেও দর্শকে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। মাঠে কিংসের খেলাতেও ছিল দাপট। তুমুল লড়াই শেষে জয়ের হাসি হেসেছে চ্যাম্পিয়নরাই।

মুন্সিগঞ্জের থেকে কিংসের ম্যাচ দেখতে ঢাকায় এসেছেন শিক্ষার্থী মনিরুল ইসলাম। ম্যাচ শেষে ডেইলি বাংলাদেশকে তিনি বলেন, ‘আজ শুক্রবার। কলেজ বন্ধ ছিল। লিগে কিংসের ম্যাচ থাকলে, টিভিতে খেলা দেখা হয়। আজ জিতলে শিরোপা নিশ্চিত হবে কিংসের। তাই এখানে এসেছি খেলা দেখতে। খেলা দেখটা সার্থক হয়েছে। কারণ কিংস শিরোপা জিতেছে। ভালো লেগেছে।’ 

কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর ভক্ত ইমরুল কায়েস। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ছুটির দিনে ম্যাচ হওয়ায় পরিবার নিয়ে খেলা দেখতে এসেছেন কিংস অ্যারেনায়। ডেইলি বাংলাদেশকে এ প্রসঙ্গে বলেন, ‘পরিবার নিয়ে বাইরে বের হতে পারি না খুব একটা। আজ ছুটির দিন। মেয়েটা ফুটবল খেলা পছন্দ করে। ভাবলাম পরিবার নিয়ে খেলা দেখি। ঘরোয়া ফুটবলের খেলাগুলো তেমন একটা দেখা হয় না। আজ দেখতে এসেছি।’

ঢাকার পূর্ব রাজাবাজার থেকে কিংস অ্যারেনায় খেলা দেখতে এসেছেন সাইদুর রহমান। তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিভাগে অনার্স শেষ করেছেন। চাকরি প্রত্যাশী এই তরুণ বলেন, ‘আমার এক বন্ধু ব্রাজিলয়ান ফুটবল দলের ভক্ত। কিংসে কিছু ব্রাজিলের ফুটবলার রয়েছে। মূলত তাদের খেলা দেখতে এখানে আসা।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল