• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সোহাগের বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩  

জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। গত শুক্রবার থেকে তার নিষিদ্ধ হওয়ার বিষয়টি কার্যকর হয়েছে।
দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তির বিতর্কিত কর্মকাণ্ডে অবাক হয়েছেন ক্রীড়াপ্রেমীরা। দূর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া সোহাগের চেয়ারে কে বসবেন কিংবা তার পদের কাজটি কে করবেন এই বিষয়ে সোমবার সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


রোববার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। 

তিনি বলেন, ‘আমি এখনই কিছু বলতে পারছি না। আমি এ বিষয়ে আগে ভালো করে জানি। বেসিক কিছু তথ্য আমার কাছে আছে। পুরোটা জানি না। জেনে তারপর এ বিষয়ে কথা বলব। আগামীকাল এ বিষয়ে জরুরী সভা হবে। সেখানে তার বিষয়ে সিদ্ধান্ত হবে।’


এদিকে সোহাগ নিষিদ্ধ হওয়ার পরের দিনেই বাফুফে ভবন থেকে তার নামফলক সরিয়ে ফেলেছে বাফুফে। সোহাগ না থাকায় তার আসনে কে বসবেন? এ নিয়ে ফুটবল পাড়া রয়েছে নানা গুঞ্জন। তবে এ সমস্যার সমাধান খুঁজতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল