• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চট্টগ্রামকে উড়িয়ে রংপুরের দাপুটে জয়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩  

দেখতে দেখতে শেষের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। যেখানে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটে হেরেছে আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টুর্নামেন্টজুড়ে ব্যর্থতার বৃত্তে বন্দী চট্টগ্রাম মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩২ রান করেছিল। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় রংপুর।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন নাঈম শেখ ও রনি তালুকদার। সাজঘরে ফেরার আগে এই দুই ওপেনার যথাক্রমে ২০ ও ২৮ রান করেন। আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ৪৬ রান করেন রহমানুল্লাহ গুরবাজ।

বাকি পথ সহজেই পাড়ি দেন নুরুল হাসান সোহান ও ক্যাডমোর। ইনিংস শেষে দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ১৫ ও ২০ রানে। চট্টগ্রামের হয়ে নিহাদুজ্জামান দুটি ও জিয়াউর রহমান একটি উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক জিয়াউর রহমান। নিয়মিত অধিনায়ক শুভাগত হোম ইনজুরিতে থাকায় তিনি এ ম্যাচে দায়িত্ব পালন করছেন।

ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। একপ্রান্ত আগলে রেখে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জিয়াউর। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন তৌফিক খান।

অন্যান্যদের মাঝে ম্যাক্স ও'দৌদ ১১ ও আফিফ হোসেন ১৫ রানে সাজঘরে ফেরেন। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর অপরাজিত ১৭ ও বিজয়কান্তের ১১ রানের অপরাজিত দুই ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় চট্টগ্রাম।

রংপুরের হয়ে রাকিবুল হাসান ও হারিস রউফ দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ ও রিপন মন্ডল একটি করে উইকেট নেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল