• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জাতীয় অ্যাথলেটিক্সে সেরা সেনাবাহিনী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২  

বঙ্গবন্ধু ৪৬তম জাতীয় অ্যাথলেটিক্সের পর্দা নেমেছে রবিবার। তিনদিনের এই টুর্নামেন্টে সাতটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনী ২১টি স্বর্ণপদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকরণে বঙ্গবন্ধু ৪৬তম জাতীয় অ্যাথলেটিক্সের এবারের আসরের খেলা হয় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে।
আসরে মোট ২১টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষস্থান অর্জন করে। ১৬টি স্বর্ণ, ২৩টি রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ৪টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। আসরের সেরা খেলোয়াড় (পুরুষ) হয়েছেন ইমরানুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর এই স্প্রিন্টার ১০০ মি. স্প্রিন্টে দ্রুততম মানব, ২০০ মি. ইভেন্টে স্বর্ণ ও ৪ গুণিতক ১০০ মি. ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছেন।


সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন রিতু আক্তার। বাংলাদেশ সেনাবাহিনী এই হাইজাম্প তারকা নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনার পদক জয় করেন। আসরের সমাপনী ঘোষণা করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক মো. ফারুকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল