• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রোফাইল বায়োতে অন্য লিঙ্ক দেওয়া যাবে না: টিনডার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

টিনডার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ডেটিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম। প্ল্যাটফর্মটির আইডির বায়োতে অনেকেই অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক শেয়ার করে থাকেন। বিশেষ করে ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল যুক্ত করে রাখেন। কিন্তু টিনডারে আর চলবে না এই সব। স্পষ্ট জানিয়ে দিল বিখ্যাত এই ডেটিং সংস্থা।
সম্প্রতি তাদের কিছু নীতিতে পরিবর্তন এনেছে টিনডার। সেখানেই জানানো হল এই নিয়মাবলি। এরই মধ্যে যাদের যাদের প্রোফাইলের বায়োতে এমন লিঙ্ক যুক্ত করেছেন, তাদের প্রোফাইল থেকে সেগুলো সরানোর কাজও শুরু হয়ে গেছে।

টিনডার জানিয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই রীতিমতো ব্যবসায় নেমেছে। প্লাটফর্মটি স্পষ্ট জানিয়েছে, তাদের ডেটিং অ্যাপ কোনো ব্যবসা করার অ্যাপ নয়। তারা অন্য কোনো অ্যাপকে প্রোমোট করবে না।

এমনকি ডেটিং অ্যাপের সুযোগ নিয়ে অনেক ব্যবহারকারীকে ফাঁদে ফেলছে কিছু অসাধু ব্যবসায়ী। তাদের অসাধু কারবার বন্ধ করতেই কড়া হল ডেটিং সংস্থার কর্তৃপক্ষ। জানা গেছে, এই অ্যাপের সাহায্যে অর্থের বিনিময়ে যৌন ব্যবসাও শুরু করেছেন অনেকে।

টিন্ডার যে কোনো যৌনতার অ্যাপ নয়, সে কথাও স্পষ্ট করে দেয় সংস্থার কর্তৃপক্ষ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল