• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আওয়ামী লীগ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে: কৃষিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ মে ২০২২  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০০৮ সালে জনগণের ভোট নিয়ে আমরা বলেছিলাম খাদ্য নিরাপত্তা দেব। আমরা ক্যাবিনেটে প্রথম এজেন্ডা হিসেবে সারের দাম কমানোর জন্য প্রস্তাব করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ৯০ টাকা কেজির সার ১৬ টাকায় বিক্রির অনুমোদন করেন। এই সারের দাম কমানোর ফলে প্রতিবছর ভর্তুকি দিতে হচ্ছে। ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিশ্বের বুকে আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
সোমবার নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পলাশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্বাচন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবেন। তাই বিএনপিকে মানুষ হত্যা এবং সন্ত্রাসের রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে এসে নির্বাচন করার আহ্বান জানান মন্ত্রী।

পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আনোয়ারুল আশরাফ খানের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

এ সময় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউছার, নজরুল ইসলাম এমপি, তামান্না নুসরাত বুবলী এমপি প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল