• বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৫ রবিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪  

জেলার ধনবাড়ী উপজেলায় আজ ট্রাকের ধাক্কায় ব্যাটারি-চালিত অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন। 
আজ শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
নিহতরা হলেন- জেলার ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরাচালা গ্রামের আবদুর রহমানের ছেলে আবু রায়হান (৩০) ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন (৪২)।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।  
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শুক্রবার সকালে জামালপুর থেকে একটি ট্রাক টাঙ্গাইলের মধুপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি বাঘিল এলাকায় মধুপুর থেকে ধনবাড়ীগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মোফাজ্জল হোসেন মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে  আরেক যাত্রী আবু রায়হান মারা যান।  
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।