• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার আইন বাতিল আড়িয়াল বিল অবৈধ দখল মুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ টেলিটকের সেবার মান উন্নত করার নির্দেশ উপদেষ্টা নাহিদ ইসলামের আসামি পক্ষে আইনজীবী না থাকলে সহায়তা দেবে লিগ্যাল এইড ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল মামলা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ সীমান্ত হত্যা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় বাধা : পররাষ্ট্র উপদেষ্টা সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার বিদেশি নাগরিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে

নাগরপুরের পাকুটিয়া জমিদার বাড়ি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪  

টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার লৌহজং নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়ি অবস্থিত। 

উনবিংশ শতাব্দীর শুরুতে রামকৃষ্ণ সাহা মন্ডল নামক একজন ধর্নাঢ্য ব্যক্তি পাকুটিয়া জমিদার বাড়ি স্থাপন করেন। 

১৫ একর জায়গার উপর ৩টি অট্টালিকা নির্মাণ করেন তিনি। এগুলোর একত্রে নাম রাখেন তিন তরখ। অট্টালিকাগুলো আকারে বড়, মেঝো ও ছোট হলেও দেখতে কিন্তু একই রকম। 

এই বাড়িতে ঢুকতেই চোখে পড়বে ৩টি নাট মন্দির। রেলিং টপ কিংবা কার্নিশ যে দিকেই চোখ যোবে দেখবেন ছোট ছোট নারী মূর্তি। 

প্রতিটি অট্টালিকার মাঝে আছে দুটি সুন্দর নারী মূর্তি। তার পাশে আছে একটি করে ময়ূর। ১০০ বছরের পুরোনো ছায়াঘেরা সুনিবিড় পরিবেশ জমিদারদের আমেজটা আজও ধরে রেখেছে। 

জমিদার বাড়িটি ভ্রমণপিপাসু ও ইতিহাসপ্রেমীদের তৃষ্ণা মেটাচ্ছে আজও। বাড়ির পেছনে আছে একটি দিঘি ও ২টি পরিত্যক্ত ক.প। বর্তমানে জমিদার বাড়িটি বিসিআরজি ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে।