• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার আইন বাতিল আড়িয়াল বিল অবৈধ দখল মুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ টেলিটকের সেবার মান উন্নত করার নির্দেশ উপদেষ্টা নাহিদ ইসলামের আসামি পক্ষে আইনজীবী না থাকলে সহায়তা দেবে লিগ্যাল এইড ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল মামলা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ সীমান্ত হত্যা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় বাধা : পররাষ্ট্র উপদেষ্টা সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার বিদেশি নাগরিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে

সাবেক এমপি অনুপমসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪  

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অনুপম শাহজাহান জয়সহ ১৬৭ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সখীপুর পৌর ছাত্রদলের সভাপতি মোরশেদুল হক বাদী হয়ে সখীপুর থানায় মামলাটি করেন। মামলার এজাহারে ৩ আগস্ট পৌর শহরের তালতলা চত্বর ও উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার এসআই মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এতে ১৬৭ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ৩ আগস্ট দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শৌখিন মোড় থেকে মিছিল নিয়ে সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে যায়। সেখানে আসামিরা আগে থেকেই পিস্তল, রাইফেল, শটগান, চাইনিজ কুড়াল, রামদা, শাবল নিয়ে প্রস্তুত ছিলেন। পরে মিছিলটি সেখানে পৌঁছালে পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। সাবেক সংসদ সদস্য ছাড়াও ওই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও সাঈদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সখীপুর পৌরসভার সাবেক মেয়র আবু হানিফ আজাদ, জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ার হোসেন তালুকদার ও কিবরিয়া বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে বি এম রুহুল আমিন, গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন, বড় চওনা ইউপির চেয়ারম্যান আজহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, তারিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফজলুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার, রাসেল আল মামুন প্রমুখ। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, গতকাল দিবাগত রাত ১২টার পরে মামলাটি হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এর আগে, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক দুই সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ও অনুপম শাহজাহান জয়কে আসামি করে পৃথক থানায় দুটি হত্যা মামলা হয়েছে। কলেজছাত্র ইমনের (১৮) মৃত্যুর ঘটনায় ২২ আগস্ট মির্জাপুর থানায় ও টাঙ্গাইল শহরে দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ মিয়া (১৫) হত্যায় ১৮ আগস্ট রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়। দুটি হত্যা মামলায় টাঙ্গাইলের সাবেক দুই মন্ত্রীসহ একটিতে ১৫৭ এবং অন্যটিতে ৫৬ জনের নাম উল্লেখ করা হয়।