• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ীর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

টাঙ্গাইলের বাসাইলে জুমার নামাজ পড়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আ. রাজ্জাক মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসাইল থানার এসআই  নজরুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আ. রাজ্জাক মিয়া উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে করে বাসার দিকে যাচ্ছিলেন আ. রাজ্জাক। পথিমধ্যে উপজেলা পরিষদ গেটের সামনে পৌঁছালে গাছের ডাল মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডা. নাঈম আব্দুল্লাহ বলেন, স্থানীয়রা ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল