• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে সাবেক এমপি একাব্বর হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩  

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য একাব্বর হোসেনের ছেলে ব্যরিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান খান বাবুল, সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, দপ্তর সম্পাদক জহিরুল হত প্রমুখ।
পরে সাবেক সংসদ সদস্য একাব্বর হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন আশরাফী। দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল