• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাগানে পড়েছিল যুবকের হাত-পা বাঁধা লাশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩  

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার কালমেঘা বেলতলী গ্রামের একটি আকাশমনি গাছের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 
বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান। 

তিনি জানান, রোববার সকালে কালমেঘা বেলতলী গ্রামে একটি আকাশমনি গাছের বাগান থেকে ওই যুবকের হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল