• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে জনসংখ্যানীতি যুগোপযোগী ও হালনাগাদ বিষয়ক কর্মশালা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

বাংলাদেশ জনসংখ্যানীতি ২০১২ যুগোপযোগী ও হালনাগাদ করার লক্ষ্যে টাঙ্গাইলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুব আলম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) মো. মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গবেষনা কর্মকর্তা মো. কনক রেজা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, ফরিদপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোজ্জাম্মেল হক, মুন্সিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. আলী আমজাদ দপ্তরী, টাঙ্গাইল পরিবার ও পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আইভি ইয়াসমিন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
কর্মশালায় অর্ধশতাধিক অংশ গ্রহণকারী পাঁচটি গ্রুপে ভাগ হয়ে বাংলাদেশ জনসংখ্যানীতি ২০১২ যুগোপযোগী ও হালনাগাদ করার জন্য বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল