• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার চামুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুভুমিক সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২ জুন) সকালে চামুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালিহাতী এলজিইডি’র বাস্তবায়নে ৫৮ লাখ ৬২ হাজার ৭শত ৫০ টাকা ব্যয়ে ওই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে লিটন, পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক, কালিহাতী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মিন্টু সরকার, চামুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ইদ্রিস আলী, প্রধান শিক্ষক আতিকুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক করিম তালুকদার প্রমুখ।
এদিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার গিলাবাড়ী ভায়া কাচিনা সড়ক ৮০০ মিটার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে লিটন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, সাবেক সদস্য খন্দকার আব্দুল মাতিন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল