• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবসে প্রাণিসম্পদের দিন ব্যাপী আয়োজন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মে ২০২৩  

বৃহস্পতিবার বিশ্ব দুগ্ধ দিবস পালিত হবে। এ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ বিভাগ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালী আলোচনা সভা, স্কুল ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুধ খাওয়ানো।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিন মিয়া, পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। এতে সভাপত্বি করবেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া।
এসময় অন্যান্যে মাঝে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সোহেল রানা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হীরা মিয়া, সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. আবু সাইম আল সালাউদ্দিনসহ বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল