• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দুই বরণ্যে কবির জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

টাঙ্গাইলে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) সকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন, টাঙ্গাইল -৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন, বীরমুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি।


এছাড়া জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি মাহমুদ কামাল প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল