• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

টাঙ্গাইলে অবৈধ মাদক রাখার অভিযোগে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে দশ হাজার টাকা জারিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহারিয়ার খান এই রায় দেন।
দন্ডিত ওই নারীর নাম লিপি বেগম (৩৭)। তিনি মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী সওদাগর পাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী।
টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে ২০২২ সালের ৬ মার্চ দ-িত লিপি বেগমকে তার মির্জাপুরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। এসময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে ১০০ গ্রাম হেরোইন এবং নগদ দুই লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। ওইদিনই মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব বাদি হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই অধিদপ্তরের উপপরিদর্শক আব্দুল আল মামুন ২০২২ সালের ১৮ এপ্রিল লিপি বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গ্রেপ্তার হওয়ার পর থেকে লিপি বেগম জেল হাজতে ছিলেন। রায় ঘোষনার পর তাকে টাঙ্গাইল কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারি সরকারি কৌশুলী (এপিপি) জনাব আলী। আসামী পক্ষে ছিলেন আনোয়ার রহমান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল