• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘সি’ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শনিবার অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ ১ম একাডেমিক ভবনে ৫৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং পরীক্ষা কেন্দ্রে ৯৭-৯৮% উপস্থিত ছিল। জিএসটিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘এ’ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জুন২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে আনয়নের জন্য বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষপরিবহনের ব্যবস্থা করে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল