• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ মে ২০২৩  

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে (২২-২৮ মে) ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন ও উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা আইরিন আক্তারসহ গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশে বেশীরভাগ অপরাধ কর্মকাণ্ডের সূত্রপাত হয় ভূমি নিয়ে। তাই ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য বর্তমান সরকার ভূমি আইন সহজীকরণ করেছে। স্মার্ট ভূমি সেবা চালু করেছে। ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। যে কেউ অনলাইনে সেবা গ্রহণ করতে পারেন। নামজারি, নামপত্তন, অনলাইনে দাখিলা ও পর্চা বের করাসহ সকল সেবা ঘরে বসেই মিলছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে আপনাদের সেবা প্রদান করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বার্থে সকল সেক্টরেই কাজ করে যাচ্ছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল