• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগের নেতারা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

টাঙ্গাইলের কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের কুরুয়াতে শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলেন না কৃষক মজনু মিয়া। এ অবস্থায় তার এক বিঘা জমির পাকা বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দিয়েছেন কৃষক লীগের নেতারা।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষক লীগের সভাপতি ইকবাল হোসেন রিন্টু ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষের তত্ত্বাবধানে স্বেচ্ছায় এ ধান কাটা কর্মসূচি পালিত হয়। 
নেতাকর্মীদের উৎসাহ দিতে ধান কাটা উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম হিরন।
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই কৃষক যেন তাদের ফসল ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে কালিহাতী কৃষকের দান কেটে ঘরে পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত কৃষক লীগের নেতাকর্মীরা।  যতদিন ধান কাটা শেষ না হবে ততদিন কৃষক লীগের প্রতিটি সদস্য ধান কাটার দায়িত্ব পালন করবে।
এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, টাঙ্গাইল জেলা কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাষ্টার, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ শামস্ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন ইউপি সদস্য আতিকুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লুৎফর রহমানসহ উপজেলা কৃষক লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল