• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ যোয়াদ্দারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

টাঙ্গাইলের ধনবাড়ীর বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবক আব্দুল আজিজ যোয়াদ্দারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) উপজেলার কয়ড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আব্দুল আজিজ ঢাকার নিজ বাসায় গত শুক্রবার সন্ধ্যায় অসুস্থ্য হয়ে পড়ে। সেখান থেকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।


শনিবার বেলা ১১টায় পাইস্কা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান ও জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, পাইস্কা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, সাবেক ব্যাংকার আনোয়ার হোসেন, ইউসুফ অলী, আ. মজিদ, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

তিনি ১৯৫০ সালে উপজেলার কয়ড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে প্রগতিশীল ছিলেন। কলেজে পড়া অবস্থায় মুক্তিযুদ্ধে যোগদান করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন ১১ নম্বর সেক্টরের কমান্ডার মেজর আবু তাহেরের নেতৃত্বে যুদ্ধ করেছেন।

কর্মজীবনে শুরুতেই তিনি ব্যাংকে চাকরিতে যোগদান করে অবসর গ্রহণ করেন। এছাড়াও তিনি অসাম্প্রদায়িক ও সমাজ সেবক মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল